সিলেটে আর ৯ জন মারা গেছেন, নতুন শনাক্ত ২০৪ জন, সুস্থ হয়েছেন ৫৭৫ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২১, ১:০৭:৪৩ অপরাহ্ন
সিলেট অফিস: সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে সিলেটে আরও ৯ জন করোনাক্রান্ত মারা গেছেন। তারা সিলেট জেলার বাসিন্দা। তাছাড়া, সর্বশেষ চব্বিশ ঘন্টায় এ বিভাগে নতুন শনাক্ত হয়েছেন ২০৪ জন।
সবমিলিয়ে বিভাগে ১০০৫ জন মারা গেছেন করোনায়। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জনসহ সিলেট জেলাতেই ৮২০ জন মারা গেছেন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৬৯ জন, মৌলভীবাজারের ৭০ জন ও হবিগঞ্জের ৪৬ জন রয়েছেন।
নতুন শনাক্তদের মধ্যে ওসমানী হাসপাতালে ২০ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ১২৩ জন। শনাক্তদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের ১৮ জন, মৌলভীবাজারের ৩২ জন ও হবিগঞ্জের ৩১ জন।
১৩৮৫ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ১৪.৭৩ ভাগ।
এদিকে, গেল চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে ওঠেছেন ৫৭৫ জন করোনা রোগী। তাদেরকে নিয়ে মোট সুস্থ হওয়াদের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৩৫ জনে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৮৭ জন করোনা রোগী।




