ফেঞ্চুগঞ্জের সামাদ প্লাজার সামনে থেকে মোটরসাইকেল চুরি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২১, ১২:০৮:০৫ অপরাহ্ন
সংবাদদাতা : সিলেটের ফেঞ্চুগঞ্জের সামাদ প্লাজার সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে সোমবার বিকেলে। চুরি হওয়ার ব্যাপারটি সামাদ প্লাজার সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।
মোটরসাইকেলটির মালিক ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহ নেওয়াজ। চুরি হওয়া মোটরসাইকেলটির নং সিলেট হ ১৪-৯১২৭।
এ ব্যাপারে শাহনেওয়াজ জানান, তিনি মোটরসাইকেলটি সামাদ প্লাজার সামনে রেখে ব্যক্তিগত কাজে ভেতরে যান। ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। এরপর তিনি ভবন কর্তৃপক্ষের সাথে আলাপ করে সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারেন সাইকেলটি চুরি হয়েছে। শাহনেওয়াজ ফেঞ্চুগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন।



