যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনের কাছে বোমা হামলার হুমকিদাতা গ্রেপ্তার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২১, ১১:৪৩:০৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলের কাছে বোমা হামলা চালানোর হুমকি দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার গাড়িতে এসে ওই ব্যক্তি এই হামলার হুমকি দেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি জানানো হয়।
ক্যাপিটল পুলিশ টুইট করে জানিয়েছে, পুলিশ ওই ব্যক্তির নাম ফ্লয়েড রয় রোজবেরি। তার বয়স ৪৯ বছর। স্থানীয় সময় সকাল সোয়া নয়টায় একটি কালো রঙের একটি পিকআপ গাড়ি রাজধানী ওয়াশিংটন ডিসির গুরুত্বপূর্ণ এলাকা লাইব্রেরি অব কংগ্রেসের সামনে ফুটপাতে উঠিয়ে দেন চালক রোজবেরি। এরপর ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তাকে বিস্ফোরকদ্রবের মতো একটি বস্তু দেখিয়ে বলেন, তার কাছ বোমা রয়েছে। এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুতই জোরালো পদক্ষেপ নেন।
ঘটনাস্থল থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়। তবে বস্তুটি আসলে বিস্ফোরকদ্রব কি না, তা জানায়নি মার্কিন পুলিশ। এই ঘটনার উদ্দেশ্যও সুনির্দিষ্ট করে কিছু জানা যায়নি।