দেশে করোনায় মৃত্যু ১৭২ জনের, নতুন শনাক্ত ৭,২৪৮, সুস্থ হয়েছেন ১২,১১২ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২১, ৬:৫৫:২৯ অপরাহ্ন
অনুপম নিউজ : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭২ জনের মৃত্যু হয়েছে। এবং একই সময়ে নতুন করোনা শনাক্ত হয়েছেন ৭ হাজার ২৪৮ জনের শরীরে।
বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৪ হাজার ৭১৯ জনের। এছাড়াও দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ১১২ জন। এ পর্যন্ত মোট ১৩ লাখ ২৭ হাজার ২৮ জন সুস্থ হয়েছেন। একই সময়ে মোট ৪১ হাজার ১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ।