পাকিস্তানের লস্করে তৈয়বা কাজ করছে তালেবানের সাথে আফগানিস্তানে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২১, ১২:৩৯:১১ অপরাহ্ন
লস্করে তৈয়বা সদস্য
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানীসহ বিভিন্ন চেকপোস্টে যারা কাজ করছে তারা কেবল তালেবান না। তালেবানের সাথে আছে পাকিস্তানে লস্করে তৈয়বা ও লস্করে জাঙভির সদস্যরা। এজন্যে ভারত চিন্তিত। এ খবর দিয়েছে এএনআই।
এএনআই লিখেছে, লস্করে তৈয়বা, লস্করে জাংভির মতো পাকিস্তানভিত্তিক কিছু গ্রুপের অবস্থান আছে আফগানিস্তানে। একটি সূত্র জানিয়েছে, তারাই বিভিন্ন গ্রামে এবং রাজধানীর কিছু অংশে চেকপোস্ট বসিয়েছে। পাশাপাশি রয়েছে তালেবান। ওই সূত্র আরো বলেছেন, ইসলামপন্থি সন্ত্রাসের প্রথম উৎস হয়ে উঠতে পারে আফগানিস্তান। কারণ, তারা সব রকম অস্ত্র পেয়ে গেছে। এসব অস্ত্র মার্কিনিরা তাদেরকে সরবরাহ দিয়েছিল। এ ছাড়া আফগানিস্তানের কমপক্ষে ৩ লাখ সেনা সদস্যের অস্ত্র রয়েছে। এ বিষয়ে জানেন, এমন ব্যক্তিরা বলেছেন, এক্ষেত্রে তালেবানদের প্রভাবিত করার চেষ্টা করতে পারে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই।