আফগান শরণার্থিদের জন্যে আমেরিকা ৫০ কোটি ডলার দেবে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২১, ১:০০:৪৭ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : আফগান শরণার্থীদের জন্য বাইডেন প্রশাসন ৫০ কোটি ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জরুরি শরণার্থী তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করেছেন।
চলমান সহিংসতায় আফগানিস্তানে ঝুঁকিতে থাকা নাগরিক ও জরুরি অভিবাসনপ্রত্যাশীদের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
এই অর্থ সরকারি দপ্তর, সংস্থার পাশাপাশি দেশি-বিদেশি দাতব্য সংস্থার মাধ্যমে ব্যয় করা হবে।
প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার পর হোয়াইট হাউজ থেকে এই ঘোষণা এসেছে।
বাইডেন বলেছেন, আফগানিস্তানে সেনা প্রত্যাহারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতিশ্রুতি তিনি যদি বাস্তবায়ন না করতেন, তবে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত আরও খারাপ পরিণতির দিকে যেত।
মার্কিন সেনা প্রত্যাহারের সময় তালেবান কোনো মার্কিন অফিসারের ওপর হামলা করলে ‘বিধ্বংসী’সেনাদের মোকাবেল করতে হবে বলে সতর্ক করে দিয়েছেন বাইডেন।
আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেওয়ার পর তালেবানের ক্ষমতাসীন হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। তালেবান আতঙ্কে থাকা নাগরিকদের বিপাকে ফেলে পালিয়ে গেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। এরই মধ্যে তালেবানদের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তালেবানের শীর্ষ নেতৃত্ব কোনো সহিংসতায় না জড়াতে যোদ্ধাদের নির্দেশনা দিলেও মাঠে তার বাস্তবায়ন নেই। অনুমিতভাবেই দেশটির কবি-সাহিত্যিক, বুদ্ধিজীবী ও মানবাধিকারকর্মীর তাদের লক্ষ্যে পরিণত হচ্ছেন। কাবুল দখলের একদিনের মধ্যেই আফগান কবি ও ইতিহাসবিদ আব্দুল্লাহ আতিফিকে নিজ বাসভবনে গুলি করে হত্যা করেছে তালেবানরা।
সঙ্কটাপন্ন পরিস্থিতিতে দেশটির সীমান্তে জড়ো হচ্ছেন সাধারণ মানুষ। জাতিসংঘ আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর প্রতি তাদের সীমান্ত খোলা রাখার আহ্বান জানিয়েছে যাতে লড়াই থেকে পালানো বেসামরিক মানুষ সেসব দেশে আশ্রয় নিতে পারে।
বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) জানিয়েছে, আফগানিস্তানে খাদ্য সংকট চরমে পৌঁছেছে। সেখানে একটা বিরাট মানবিক বিপর্যয় ঘটতে পারে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে।
রাজধানী কাবুলে আশ্রয় নেওয়া হাজারো শরণার্থীর মধ্যে ৭২ হাজার শিশু রয়েছে বলে সেভ দ্য চিলড্রেন জানিয়েছে।