পর্নো ভিডিও বিক্রি করায় ১০ কম্পিউটার ব্যবসায়ী গ্রেফতার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২১, ১০:৪৮:৪৩ অপরাহ্ন
অনুপম নিউজ : নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় বাজার এলাকায় পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রি করায় ১০ কম্পিউটার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- মো. মুকুল (৩৩), সৌরভ (১৯), রাকিবুল হাসান (২২), রুবেল (৩২), আশিকুর রহমান (২০), তারিকুল ইসলাম (১৯), উজ্জল ইসলাম (২১), রাজদুল ইসলাম (৩২), মো. আল আমিন (১৯) ও আমিন (২২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল উপজেলার গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে অবস্থিত কম্পিউটারের দোকানে অভিযান চালায়। এ সময় তাদের কম্পিউটারে কাছে পর্নো ভিডিও পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দিয়ে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।