অসুস্থ দুই যুবকের পাশে দাঁড়ালো মীরসরাই সমিতি কুয়েত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২১, ৭:৪৩:০৯ অপরাহ্ন
কুয়েত প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামের পৃত্তিহীন দরিদ্র পরিবারের উপার্জনক্ষম দুই যুবক মোটরনিউরন রোগে নুর আলম এবং দুই কিডনি বিকল হওয়া মোহাম্মদ রাশেদ চিকিৎসার অভাবে র্দীঘদিন মানবেতর জীবনযাপন করেছে। তাদের চিকিৎসার জন্য এক লক্ষ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন মীরসরাই সমিতি কুয়েত। শনিবার ১৪ আগস্ট বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকন আর্থিক অনুদানের টাকা অসুস্থ দুই যুবকের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন,বারইয়ারহাট পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মাসুদ,হিঙ্গুলী ইউনিয়নের সদস্য দ্বীন মোহাম্মদ,মীরসরাই সমিতি কুয়েতের সাহিত্য বিষয়ক সম্পাদক শহীদ খাঁন, এছাড়াও যুবলীগ নেতা শাহরিয়ার সোহেল,ফখরুউদ্দিন ভুঁইয়া,শাহ আলম প্রমুখ।
বারইয়ারহার পৌর মেয়র রেজাউল করিম খোকন বলেন, দেশের বাহিরে থাকা অনেক প্রবাসী এবং মীরসরাই সমিতি কুয়েতের প্রবাসীরা দেশের উন্নয়ন মূলক সামাজিক কাজে দুস্থ ও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসে বলে জটিল রোগে আক্রান্ত হয়ে কষ্টে জীবনযাপন করা নুর আলম ও রাশেদদের মানুষরা নতুন করে বাাঁচার স্বপ্ন দেখে। আমি কৃতজ্ঞতা প্রকাশ মীরসরাই সমিতি প্রতি এবং আমি প্রত্যাশা করি পূর্বের মতো ভবিষ্যতেও এই ধরণের মানবিক কাজে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে দেশ ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখে।


