প্যারোলে মুক্তি পেলেন স্যামসাং গ্রুপের প্রধান জে ইয়ং লি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২১, ৮:৪২:৪২ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : প্যারোলে মুক্তি পেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং (Samsung) গ্রুপের প্রধান জে ইয়ং লি। ঘুষ ও দুর্নীতির কেলেঙ্কারির অভিযোগে কারাভোগ করতে হয়েছিল তাকে। ‘জাতীয় অর্থনীতির স্বার্থে’ তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিচার বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার (১৩ আগস্ট) কারাগার থেকে ছাড়া পান তিনি।
চলতি বছরের জানুয়ারি মাসে সাজা হওয়ার পর ২শ সাতদিন কারাগারে ছিলেন দ. কোরিয়ার অন্যতম এই ধনী ব্যক্তি। এর আগে বিচার বিভাগীয় মন্ত্রণালয় তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছিল। বিবিসি
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর লি সাংবাদিকদের বলেন, “জনগণকে আমার জন্য বেশ উদ্বিগ্নতার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমার জন্য সৃষ্ট উদ্বেগ, সমালোচনা, দুশ্চিন্তা এবং উচ্চাকাঙ্ক্ষার বিষয়ে আমি অবগত। আমি কঠোর পরিশ্রম করব।”
স্যামসাং ও লির বিরুদ্ধে অভিযোগ ছিল- সরকারি সুবিধা পেতে তৎকালীন তারা প্রেসিডেন্ট পার্ক গিউন হাইর বন্ধু চোই সুন শিল পরিচালিত সরকারি অলাভজনক প্রতিষ্ঠানে ৪৩ বিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন। এরপর বিষয়টির জন্য পার্লামেন্টে প্রেসিডেন্ট পার্ককে অভিশংসনের পক্ষে ভোটও পড়েছিল। যদিও লি এবং স্যামসাং গ্রুপ এই অপরাধের কথা শুরু থেকেই অস্বীকার করে আসছিল।
যার প্রেক্ষিতে ৫৩ বছর বয়সী লিকে চলতি বছরের জুলাই মাসে আড়াই বছরের জন্য কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছিলেন দেশটির সর্বোচ্চ আদালত। রয়টার্স, বিবিসি




