কান্দাহার ও লস্করগাহ তালেবানের দখলে, কাবুলে হাজার হাজার মানুষ..
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২১, ২:১৭:৫৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : গজনি ও হেরাতের পর আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার দখলে নিয়ে দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ দখল করেছে তালেবান। দেশটির একটি নিরাপত্তা সূত্র শুক্রবার এ তথ্য জানিয়েছে। ওদিকে চৌদিক থেকে কাবুলে আশ্রয় নিয়ে খোলা আকাশের নীচে হাজার হাজার সাধারণ মানুষ।
আফগানিস্তানের একটি নিরাপত্তা সূত্র জানায়, তালেবানের সঙ্গে সমঝোতার পর সেনাবাহিনী ও সরকারি কর্মকর্তারা লস্করগাহ শহর ত্যাগ করেছেন। খবর বিবিসির।
তালেবান আজই আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম কান্দাহার শহর দখল করে। তালেবানের এক মুখপাত্র টুইট করে বলেন, কান্দাহার সম্পূর্ণভাবে জয় করা হয়েছে। তালেবান যোদ্ধারা শহরের শহীদ চত্বরে পৌঁছে গেছে।
স্থানীয় এক বাসিন্দাও কান্দাহার তালেবানের দখলে যাওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, শহর থেকে গণহারে সরকারি বাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়েছে।