৫ হাজার ৮৮ কোটি ৭৮ লাখ চুরি নিরাপত্তার ফাঁক দেখাতে, দিয়ে দেবে বলেছে হ্যাকার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২১, ১০:৩৭:৫০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : ৫ হাজার ৮৮ কোটি ৭৮ লাখ টাকা চুরি করে চোর জানালো, নিরাপত্তার ফাঁক দেখাতে এটা করেছি, দিয়ে দেবো। এ হলো ইতিহাসে সবচেয়ে বড় মাপের চুরির ঘটনা ক্রিপ্টোকারেন্সির। ৬০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৮৮ কোটি ৭৮ লাখ) ক্রিপ্টোকারেন্সি চুরি করে নিল হ্যাকাররা। টুইট করে এমনটাই দাবি করেছে ক্রিপ্টোকারেন্সি ট্রান্সফারিং সংস্থা ‘পলিনেটওয়ার্ক’।
হ্যাকারদের উদ্দেশে পলিনেটওয়ার্কের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, যে টাকা তারা চুরি করেছে তার পরিমাণ বিপুল। ক্রিপ্টো কমিউনিটির হাজার হাজার সদস্যের বিনিয়োগ রয়েছে সেখানে। এই টাকা যদি তারা না ফেরায় তাহলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে পলিনেটওয়ার্ক।
তবে ২৬ কোটি ডলার (২ হাজার ২০৫ কোটি ১৪ লাখ) ক্রিপ্টোকারেন্সি পলিনেটওয়ার্ককে ফেরত দেওয়া হয়েছে বলে দাবি করেছে ব্লকচেন ফরেন্সিক সংস্থা চেনএলিসিস এবং ক্রিপ্টো ট্র্যাকিং সংস্থা এলিপটিক। এই দুই সংস্থা একটি মেসেজ শেয়ার করেছে। সেখানে এক ব্যক্তি নিজেকে হ্যাকার বলে দাবি করে বলেছেন, নিরাপত্তায় যে কতটা ফাঁক রয়েছে সেটা দেখাতেই তিনি এ কাজ করেছেন। তবে তিনি এই টাকার প্রতি আগ্রহী নন। তা ফেরত দিয়ে দেবেন। শুধু নিরাপত্তার ফাঁক দেখাতেই এ কাজ করেছেন বলে দাবি ওই ব্যক্তির।
তবে এই হ্যাকারকে চিহ্নিত করা যায়নি। আদৌ এটি কোনও হ্যাকারের বার্তা কি না তারও সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
২০১৮ সালে ৫৩ কোটি ডলার ডিজিটাল কয়েন চুরি হয়ে গিয়েছিল টোকিও’র কয়েনচেক নামের একটি সংস্থার। সেটি ছিল এত দিন পর্যন্ত সবচেয়ে বড় মাপের চুরি। সূত্র: সিএনবিসি