আজ ১০ আগস্ট থেকে বিদেশিরা ওমরাহ করছেন শর্ত মেনে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২১, ৩:৩১:৫৪ অপরাহ্ন
লন্ডন অফিস : প্রায় ১৮ মাস পর করোনা মহামারি কিছুটা নিয়ন্ত্রণে আসায় আজ সৌদি ক্যালেন্ডার মোতাবেক ১ মহররম ১০ আগস্ট ২০২১ থেকে সীমিত আকারে বিদেশীদের ওমরাহ করার অনুমতি দিয়েছে সৌদি আরবের হজ্জ্ব এবং ওমরাহ মন্ত্রনালয়।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব লোক করোনাভাইরাসের দুই ডোজ টিকা গ্রহণ করেছেন, কেবল তাদেরকে ওমরাহ করার অনুমতি দেয়া হচ্ছে।
সৌদি হজ্জ্ব ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওমরাহ করা ও মক্কার পবিত্রতম মসজিদে নামাজ পড়ার জন্য কোভিড-১৯-এর ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক। যেসব মানুষ ভ্যাকসিন গ্রহণ করেন নি তারা ওমরাহ পালনের অনুমতি পাবেন না। যারা দুই ডোজ করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন, যারা ওমরাহ করার অন্তত ১৪ দিন আগে উভয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন বা যারা করোনা থেকে সেরে ওঠেছেন তারাই ওমরাহ করার অনুমতি পাবেন।
ওমরাহতে যেতে যাকিছু সাথে থাকতে হবে-
কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার কার্ড বা সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে । সেই সাথে করোনা নেগেটিভ সার্টিফিকেট অবশ্যই সাথে থাকতে হবে। সেই সার্টিফিকেট সৌদি আরবের হজ্জ্ব ও উমরাহ মিনিস্টারের নির্ধারিত এজেন্সির অধীনে হতে হবে। হ্যান্ড সেনিটাইজার, মাস্ক করোনা প্রতিরোধক সব কিছুই সাথে থাকতে হবে। ওমরাহ পালনের শর্তগুলো অবশ্যই পূর্ণ করতে হবে। যেমন-
১. বয়স সীমা ৬৫ বছর। এর বেশি বয়সের কেউ ওমরাহ করতে পারবেন না।
২. ১২ বছরের নিচের কেউ ওমরাহ করতে পারবেন না।
৩. গর্ভবতী কোন মহিলা ওমরাহ যেতে পারবেন না।
৪. হেল্থ কন্ডিশন যাদের খারাপ যারা বিভিন্ন রোগে আক্রান্ত তারা ওমরাহ যেতে পারবেন না।
৫. মেডিক্যাল চেক আপ আপডেট থাকতে হবে।
৬. এমএমআর সৌদি সরকার থেকে অনুমদিত এজেন্ট থেকে করোনার নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে।
করোনা উপসর্গ নিয়ে কেউ পবিত্র মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবেন না।
বিস্তারিত জানতে আপনার নিকটতম এজেন্টের সাথে যোগাযোগ করার কথা বলা হয়েছে। অথবা সৌদি আরবের হজ্জ্ব ও ওমরাহ ওয়েব সাইটে গিয়ে বিস্তারিত জানা যাবে। সূত্র: আরবনিউজ, আল জাজিরা, বিবিসি