জো বাইডেন ৬ মাসে ৪০ লাখ মানুষকে কাজ দিয়েছেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২১, ১০:৫৬:১৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্বগ্রহণের ছয় মাসে ৪০ লাখ মানুষের কর্মসংস্থান করে দিয়েছেন। তিনি এমন সময়ে দায়িত্বভার বুঝে নেন যখন করোনা মহামারীতে যুক্তরাষ্ট্র তথা গোটা বিশ্বই বিধ্বস্ত। লকডাউনের কারণে চাকরি হারাচ্ছেন অগণিত মানুষ।
কিন্তু ছয় মাস পর বাইডেন নিজেকে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সফল হিসেবে দাবি করছেন। এ নিয়ে একের পর এক টুইট করেছেন তিনি। শুক্রবার তার অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে পোস্ট করা এমন কয়েকটি টুইট :
‘আমরা ক্ষমতা গ্রহণের পর থেকে ৪০ লাখেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এটি ঐতিহাসিক – এবং প্রমাণ করে যে আমাদের অর্থনৈতিক পরিকল্পনা কাজ করছে।’
‘অন্য যে কোনো প্রেসিডেন্টের প্রথম ছয় মাসের চেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র আবারো এগিয়ে যাচ্ছে।’
‘আমরা এখন ইতিহাসের প্রথম প্রশাসন যাদের প্রথম ছয় মাসের প্রতিটি মাসেই নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।’
‘‘অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪০ বছরের মধ্যে সবচেয়ে দ্রুততম। ‘বাইডেন প্ল্যান’ কাজ করছে।’’




