জমকালো আয়োজনে রোমা ইষ্ট তিবুরতিনা ও রিবেব্বিয়াবাসীর বনভোজন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২১, ৭:৪২:২৭ অপরাহ্ন
মিনহাজ হোসেন ইতালী থেকেঃ প্রবাসের কর্মব্যস্ততা ও গ্রীষ্মের ছুটির শেষে ঈদ আনন্দের সাথে সবারই মনে ইচ্ছে জাগে বাড়তি আনন্দ পেতে নিজের এবং পরিবার আত্মীয় স্বজনকে নিয়ে সমূদ্র-পাহাড়ের মায়ায় সবুজে ঘেরা মনোরম পরিবেশে খোলা আকাশ আর বাতাস উপভোগ করতে। আর এ জন্যই ইতালির রাজধানী রোমে বসবাসরত রোমা ইষ্ট তিবুরতিনা ও রিবেব্বিয়াবাসীর উদ্যোগে বনভোজনের আয়োজন করা হয়।
মেহের তারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী সেতু সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসাইন, ফেরদৌস জাকারিয়া, মনির হোসেন ও সমাজসেবক বাচ্চু ফকির এর যৌথ উদ্যোগে আয়োজিত রাজধানী রোম শহরের অদূরে সাগর, পাহাড় আচ্ছাদিত প্রাকৃতিক নয়নাভিরাম “লাগো দি বুলছেনা” রোমা ইষ্ট তিবুরতিনা ও রিবেব্বিয়াবাসীদের নিয়ে দিনব্যাপী আয়োজন করা হয় বার্ষিক বনভোজন।
সকালে রোম শহর থেকে ৩টি বাস এবং কয়েকটি ব্যক্তিগত গাড়ি নিয়ে একসঙ্গে বনভোজনের নির্ধারিত স্থানের উদ্দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
পথিমধ্যে সবাইকে সকালের নাশতা পরিবেশন করা হয়। বেলা সাড়ে ১২টায় বাস গন্তব্য স্থানে পৌঁছালে সেখানে প্রবাসীদের সাথে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও নজরুল ইসলাম খান, জামিল আহমেদ, মেহেনাস তাব্বাসুম শেলি প্রমুখ।
প্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে এ রকম সুন্দর পরিবেশে আসতে পেরে অত্যন্ত আনন্দিত প্রকাশ করেন। বনভোজনে আগত সকল শিশু ও বয়স্কদের নিয়ে শুরু হয় বিভিন্ন ধরনের খেলা, গান, আর সকলের জন্য আকর্ষণীয় র্যাফেল ড্র।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন : ইলিয়াস হোসাইন, মেহের তারা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহিম শিকদার, শামীমা আক্তার, আনোয়ার হোসেন, জাকির হোসেন, হারুন, রসিদ, বাবর ভাই, টিটু ভাই বিপুল, মোস্তফা জামান, আলী, আনোয়ার, রাজিব, সামিম, নাবিল, রকিবুল ও সানোয়ার। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রানা, আজিজ, জুতি, রেজিয়া সুলতানা, কলি, মৌ, জনটু, কামরুল, মোস্তফা মনির মিজান, শাহীন, আলামিন,আনিস, রুবেল সহ আরো অনেকে।
শেষে র্যাফেল ড্র তে ৩ জন সৌভাগ্যবান বিজয়ীসহ খেলায় অংশগ্রহণকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।