আমেরিকান তরুণী সেজে যুবক প্রেম করে ৫ লাখ নিয়ে চুপ, তারপর যা হলো..
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২১, ৩:১৫:১১ অপরাহ্ন
অনুপম সংবাদদাতা: ইমরান আহমদের (৩২) গলার আওয়াজ নারীকণ্ঠে আওয়াজের মতো। তিনি নিজেকে আমেরিকা প্রবাসী তরুণী নাজহা আক্তার ছাভা পরিচয় দিয়ে যুবক সুলতান আহমদের সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তোলেন ফেইসবুকে। পরে ব্যক্তিগত মোবাইলে উভয়ের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ইমরান এক পর্যায়ে সুযোগ বুঝে আমেরিকায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে সুলতানের কাছ থেকে হাতিয়ে নেয় প্রায় পৌণে ৫ লাখ টাকা।
এরপর একসময় নাজহা আক্তার ছাভা নামের ইমরান যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় সুলতানের সাথে। সুলতান তখন বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এরপর থানায় অভিযোগ দায়ের করলে প্রতারক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি গত ২৩ জুলাই বিয়ানীবাজার থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।
পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাত ৮টার দিকে নগরীর শেখঘাট এলাকার একটি বাড়ি থেকে প্রতারক ইমরান আহমদকে গ্রেফতার করে।
ইমরান নগরীর শেখঘাট এলাকার মৃত ইকবাল আহমদের ছেলে।
বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, প্রতারক ইমরান আহমদ নারী কণ্ঠের অধিকারী। সে খুব সহজে ভুক্তভোগী যুবক সুলতানকে প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়। প্রতারক ইমরান আহমদ বিবাহিত, তার স্ত্রী-সন্তানও রয়েছে।




