সোমবার থেকে ব্রিটেনে শর্ত সাপেক্ষে শিথিল হচ্ছে কোয়ারেন্টাইন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২১, ১০:০০:০৮ অপরাহ্ন
লন্ডন অফিস: ব্রিটিশ ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট শাপস বলেছেন, ’আগামি সোমবার থেকে ইউরোপ এবং আমেরিকা থেকে আসা বিমান যাত্রী যাদের দুই ডোজ ভ্যাকসিন দেওয়া আছে তাদের জন্য কোয়ারেন্টাইন শিথিল করা হচ্ছে’।
ভ্যাকসিনের দুই ডোজ নেওয়া ইউরোপ এবং আমেরিকার যাত্রীদের ব্রিটেনে প্রবেশ করলে আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না। দুই ডোজ ভ্যাকসিন দেওয়ার প্রমাণ সাথে থাকতে হবে।
তাছাড়া যাত্রীদের অবশ্যই ট্রাভেলের পূর্বে প্রিটেস্ট এবং PCR টেস্ট করতে হবে।
দি ইউরোপিয়ান মেডিসিন্স এ্যাজেন্সি অথবা ইউএস ফুড এ্যান্ড ড্রাগ থেকে ভ্যাকসিন দেওয়ার অনুমোদিত সার্টিফিকেট থাকতে হবে। তবে রেড লিস্ট এবং এ্যাম্বার তালিকাভুক্ত দেশের যাত্রীদের কোয়ারেন্টাইন শিথিল হচ্ছে না।