গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নির্বাচন: মনোনয়ন গ্রহণ ও ৩৪,৭০০ পাউন্ডের তহবিল গঠন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২১, ১২:৪৫:৩৪ অপরাহ্ন
লন্ডন অফিস: গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নির্বাচন ২০২১ এর মনোনয়ন গ্রহণ করা হয়েছে গত ২৬ জুলাই। ২৭ পদের বিপরীতে ২৯ মনোনয়ন পত্র জমা পড়েছে।
নির্বাচন উপলক্ষে ২৬ হাজার পাউন্ডের সদস্য ফি ও ৮ হাজার ৭৫০ পাউন্ডের মনোনয়ন ফি গ্রহণ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার শাহজাহান চৌধুরী, নির্বাচন কমিশনার ইকবাল হোসেন বাল্মিকী ও এমদাদ হোসেন টিপু মনোনয়ন পত্র গ্রহণ করেন।
সভাপতি পদে আবুল কালাম, সহসভাপতি পদে সেলিম আহমদ, লায়েকুল ইসলাম, আব্দুল হালিম চৌধুরী, মনজুর আলম রাহী, সাধারন সম্পাদক পদে মনজুর আহমদ শাহনাজ, কোষাধ্যক্ষ পদে হাসান আহমদ, সহকোষাধ্যক্ষ পদে মাহবুব হোসেন চৌধুরী , সাংগঠনিক সম্পাদক পদে আক্তার হোসেন বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ওলি ওয়াদুদ , প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জহুরুল ইসলাম সামুন, সদস্য সম্পাদক পদে ইকবাল হোসেন, সহ সদস্য সম্পাদক পদে জাকির হোসেন, শিক্ষা সম্পাদক পদে তাজ উদ্দিন, ক্রিডা সম্পাদক মিকাইল আহমদ চৌধুরী, নির্বাহী সদস্য পদে যথাক্রমে বেলাল হোসেন, সাব্বির আহমদ সাহেদ, আফসারুল ইসলাম, আনা মিয়া, শাহীন আহমদ, রফি চৌধুরী শিবা, এনাম ঊদ্দিন, মুনিম ঈমান, সাদেক আহমদ, কামাল ঊদ্দিন এর বিপক্ষে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা একক প্রাথী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মাত্র দুটি পদে একাধিক প্রাথী মনোনয়ন পত্র জমা দেন। সহ-সাধারণ সম্পাদক পদে শামীম আহমদ ও ময়নুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে মুহিবুল হক ও আব্দুন নুর মনোনয়নপ্রার্থী হয়েছেন।
মনোনয়ন গ্রহণ অনুষ্ঠানের পর আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট কমিউনিটি লিডার সাবেক ডেপুটি মেয়র আ ম ওহিদ আহমদ, সাবেক সভাপতি ফেরদৌস আলম, সাবেক সভাপতি তমিজুর রহমান রনজু, সাবেক সাধারন সম্পাদক নাহিন মাহমুদ, সভাপতি বেলাল হোসেন, সাধারন সম্পাদক সাব্বির আহমদ সাহেদ, কোষাধ্যক্ষ আব্দুস সামাদ, কমিউনিটি লিডার ইসবাহ উদ্দিন, উপদেষ্টা আব্দুল বাছির ও জিল্লুর রহমান ও জি এম অপু শাহরিয়ার প্রমুখ। উল্লেখ্য, গোলাপগঞ্জ হেল্পি হ্যান্ডস ইউকে ২০১২ সালের ১৬ এপ্রিল প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি সেল্ফ আইসোলেশনেে থাকায় মনোনয়ন গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তার সুস্থতার জন্য দোয়া করা হয়েছে।