ঢাকায় চেকপোস্টগুলোতে গাড়ির লম্বা লাইন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২১, ৩:১৯:৫৬ অপরাহ্ন
অনুপম সংবাদদাতা: কঠোর লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর সড়কগুলোর বিভিন্ন চেকপোস্টে যানবাহনের চাপ বেড়েছে। একের পর এক গাড়ি আসছে। অনেক লম্বা লাইন। চেকপোস্টে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেক করতে করতে হিমশিম খাচ্ছেন। রবিবার (২৫ জুলাই) রাজধানীর শেওড়াপাড়া, তালতলা, আগারগাঁও, শ্যামলী, কল্যাণপুর, কলেজগেট, বিজয় সরণি, ফার্মগেট ও কাওরান বাজারে এমন চিত্র দেখা গেছে।
কঠোর বিধিনিষেধের আগের দুইদিনের তুলনায় আজ রাস্তায় ব্যক্তিগত যানবাহন ও রিকশা চলাচল বেড়েছে। প্রয়োজনীয় কাজে অনেকে ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে বের হয়েছেন।
বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি রয়েছে।