বাসে ট্রেনে ঘাটে হাটে ভিড় শুধু ভিড়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২১, ১:৪১:১৮ অপরাহ্ন
অনুপম নিউজ: বাজারে বাসে হাটে ঘাটে ট্রেনে ভিড় দেখে মনে হয় দেশে করোনা মহামারি নেই। সবাই স্বাভাবিক ভিড়ে ব্যস্ত যার যার কাজে। অধিকাংশ মানুষ কর্তব্য আর যার যার স্বজনের মায়ায় পেরেশান।অনেকে নিজের রিজিকের তালাশে ব্যতিব্যস্ত।
ফলে করোনার ভয় দেখিয়ে কাউকে আটকানো যাচ্ছে না। যেনবা হাজার হাজার মানুষ এমন এক ঘোরে আচ্ছন্ন যে, তারা ঠিক বুঝতে পারছে না স্বাস্থ্যবিধি না মেনে নিজেরই ক্ষতি করছে, জীবনকে বিপন্ন করছে।
গরুর বাজারে যে লোকগুলো দু’চার কথা অতিরিক্ত বলে ক্রেতা কনভিন্স করছে বিক্রেতার পক্ষ নিয়ে, ওরা মাঝখান থেকে দু/চার শ কামানোর জন্যে পাগলপারা প্রায়। তাদের চেহারা পোশাক দেখলেই বোঝা যায়, তারা নিদারুণ অসহায় অবস্থায় দিন পার করছে। তাই ভিড়ের মধ্যেই এদিক ওদিক ছুটছে শ দু’শ টাকার জন্যে। করোনার ভয় তাদের মাথায় নেই বললেই চলে।
লঞ্চে ট্রেনে বাসের ভিড়ে মধ্যবিত্তের দরদি জীবন। মায়ার টানে বেকারার হয়ে, শহর থেকে প্রিয়জনদের জন্যে কেনাকাটা করে ভিড় ঠেলে ছুটছে গ্রামের দিকে। জীবন তো কারোরই টিকে থাকবার না এ ধূলির ধরায়। কেউ করোনা আক্রান্ত হয়ে চলে যাবে, কারো এ জীবনের লেনদেন ফুরিয়ে গেল বলে স্বাভাবিক বিদায়ের সময় এসেছে তাই বিদায়।