দুই বাসের মুখোমুখি সংঘর্ষ,নিহত ৬
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২১, ১০:৫৪:০৮ অপরাহ্ন
অনুপম নিউজ: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রংপুরের মিঠাপুকুরে ছয়জন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল সোয়া আটটার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাকির হোসেন এ খবর নিশ্চিত করেছেন।