২৫ লাখের তালিকা, নিবন্ধন ছাড়া আজ ১০ হাজার পোশাক শ্রমিক টিকা নিবেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২১, ১:০১:০৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : গাজীপুরে অনলাইন নিবন্ধন ছাড়াই পোশাক শ্রমিকরা করোনার টিকা নিতে পারবেন। রোববার ৪টি পোশাক কারখানার প্রায় ১০ হাজার শ্রমিকের মধ্যে টিকা প্রদানের মাধ্যমে এ কাজের শুরু হবে।
গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, সরকারি সিদ্ধান্তে গাজীপুরের পোশাক শ্রমিকদের করোনার টিকা দেয়া হচ্ছে। এজন্য কারখানাগুলো থেকে তালিকা চাওয়া হয়েছিল।
২৫ লাখ শ্রমিকের তালিকা পাওয়া গেছে। আজ রোববার তুষুকা ডেনিম, তুষুকা ট্রাউজার, স্পেরো এ্যাপারেলস ও রোজ ভ্যালী পোশাক কারখানার প্রায় ১০ হাজার শ্রমিককে মর্ডানার টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে সকল শ্রমিকদের টিকা দেয়া হবে। শ্রমিকদের দ্রুততার সাথে টিকার আওতায় আনতেই অনলাইন রেজিস্ট্রেশন ছাড়াই টিকা দেয়া হবে। তবে টিকা গ্রহণের সময় জাতীয় পরিচয়পত্র সাথে আনতে হবে।