‘আমি আমার বউরে বাঁচাইতে পারি নাই..জুস চুরি হবে বইলা দরজায় তালা মাইরা কাজ করাইত।’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২১, ৬:৪৫:২৪ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক: রূপগঞ্জের সেজান জুস ফ্যাক্টরির শ্রমিক রাজীব হাসান। অগ্নিকাণ্ডে হারিয়েছেন তার স্ত্রী। বললেন, যে ফ্লোরে আগুন লাগছে, সেই ফ্লোরে আমার বউ কাজ করতেন। আর আমি নিচের ফ্লোরে কাজ করতাম। ঘটনার কিছুক্ষণ আগে আমার ছুটি হয়া যাওয়ায় আমি বাইরে চা খাইতেছিলাম। এমন সময় আগুন লাইগা গেছে। পেছনের দরজা দিয়েও আমি ভেতরে ঢুকতে পারি নাই। দরজা বন্ধ ছিল।’ আবেগাপ্লুত হয়ে বললেন, ‘আমি আমার বউরে বাঁচাইতে পারি নাই, আমার ছেলের মায়েরে বাঁচাইতে পারি নাই।’
দরজা কেন বন্ধ ছিল- জানতে চাইলে তিনি বলেন, যে ফ্লোরে আমার বউ আমেনা কাজ করতেন সেই ফ্লোরে জুস বানানো হইতো। বাচ্চাদের পছন্দের খাবার। সেইখানের স্টাফরা যাতে সেই জুস চুরি হবে বইলা দরজায় তালা মাইরা কাজ করাইত।’
যে ফ্লোর থেকে ছড়িয়েছে আগুন, সেখানেই বানানো হতো সেজান জুস। রোববার (১১ জুলাই) রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত সেজান জুস কারখানার অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শী শ্রমিক রাজীব হাসান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের সামনে স্থাপিত বুথের সামনে কথা বলেন তিনি। এ দুর্ঘটনায় স্ত্রী আমেনা বেগমকে হারিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২৯ ঘণ্টা পর ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভানোর কাজ সম্পন্ন করে৷ কারখানা থেকে উদ্ধার করা হয় ৫২ জনের মরদেহ। আহত হয়েছেন অন্তত ৫০ জন।