সড়কে নিরাপত্তার প্রধান হুমকি মোটরসাইকেল ও ট্রাক: রোড সেফটি ফাউন্ডেশের প্রতিবেদন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২১, ৩:৪৩:০৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : চলমান বছরের গত জুন মাসে দেশে ৩২৭টি সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪২৩ জন। মে মাসের তুলনায় জুনে সড়ক দুর্ঘটনা কম। গত মে মাসে ৪৪১টি দুর্ঘটনায় ৫৬২ জন নিহত হয়েছিল। গড়ে প্রতিদিন নিহত হয়েছিল ১৮ দশমিক ১২ জন। জুন মাসে প্রতিদিন নিহত হয়েছে ১৩ দশমিক ২৬ জন।
তবে জুন মাসের অর্ধেক সময় জুড়ে এলাকাভিত্তিক লকডাউনে বিভিন্ন জেলা শহরে যানবাহন বন্ধ ছিল এবং ২৮ জুন থেকে সর্বাত্মক লকডাউনে সারা দেশে গণপরিবহণ বন্ধ ছিল বলে সড়ক দুর্ঘটনা ও নিহতের সংখ্যা কম বলে জানিয়েছে সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা রোড সেফটি ফাউন্ডেশন। সড়কে নিরাপত্তার ক্ষেত্রে চরম হুমকি হয়ে উঠেছে মোটরসাইকেল ও ট্রাক বলে দাবি করেছে সংস্থাটি। অপ্রাপ্তবয়স্ক এবং যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে তারা নিজেরা দুর্ঘটনার শিকার হচ্ছেন এবং অন্যান্য যানবাহনকে ঝুঁকিতে ফেলছেন। তাই পরিস্থিতি বিবেচনায় সড়ক দুর্ঘটনা রোধে একটি সমন্বিত টেকসই উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
গতকাল ৭ জুলাই ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, গত জুন মাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৫২ জন নারী ও ৩৩ জন শিশু। ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫২ জন নিহত হয়েছে, যা মোট নিহতের ৩৭ দশমিক ৯৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৩ দশমিক ৪২ শতাংশ। দুর্ঘটনায় ৯৪ জন পথচারী নিহত হয়েছেন। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৭ জন। গত জুনে দুইটি নৌ-দুর্ঘটনায় দুই জন নিহত এবং একজন আহত হয়েছে। এ ছাড়া একটি রেলপথ দুর্ঘটনায় একজন নিহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, ফাউন্ডেশন সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।