হবিগঞ্জের ডিসি ইশরাত স্বামীসহ করোনা আক্রান্ত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২১, ১২:৫২:১২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান ও তার স্বামী স্বাস্থ্য শিক্ষার অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলামের করোনা শনাক্ত হয়েছে।
তাদের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।
তিনি জানান, শনিবার (৩ জুলাই) সকালে জেলা প্রশাসক ইশরাত জাহান এবং তার স্বামী মো. শরিফুল ইসলাম হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নমুনা দেন। তাৎক্ষণিক অ্যান্টিজেন র্যাপিড টেস্টের মাধ্যমে তাদের নমুনা পরিক্ষা করা হলে দুজনেরই করোনা পজেটিভ আসে। বর্তমানে তারা জেলা প্রশাসকের সরকারি বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলা প্রশাসক ইশরাত জাহানের স্বামী স্বাস্থ্য শিক্ষার অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলাম হবিগঞ্জে ঘুরতে এসেছিলেন।