দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের আইপ্যাড চুরি হওয়ার পর তিনি..
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২১, ১১:০১:১৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা তাঁর আইপ্যাড হারিয়ে সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে অস্বাভাবিক স্বগতোক্তি করতে থাকেন। মাঝে মাঝে উপস্থিত সাংবাদিকদের কাছে জানতে চান তার আইপ্যাড কোথায় গেল। জাতীয় টেলিভিশনেও জাতির উদ্দেশে বলেছেন তাঁর আইপ্যাড হারানোর কথা।
সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে গিয়ে তাঁর আইপ্যাড চুরি গেছে। গ্যাজেট প্রিয় রামাফোসা আইপ্যাড হারিয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য দিতে পারেননি।
এদিকে, এই ঘটনার পর টুইটারে ব্যাপক আলোচনা হচ্ছে আইপ্যাড নিয়ে। খোদ প্রেসিডেন্টের আইপ্যাড লোপাট করার ভিডিও হয়েছে ভাইরাল। দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউনে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে মঞ্চে ওঠে বক্তব্য দিতে গিয়ে আইপ্যাড চুরির বিষয়টি টের পান প্রেসিডেন্ট।
তিনি সাধারণত আইপ্যাড দেখেই বক্তব্য দিয়ে থাকেন। তাই অ্যাইপ্যাড খুইয়ে ওই অনুষ্ঠানে আর বক্তব্যই রাখতে পারেননি তিনি। মঞ্চে ওঠে বিব্রত রামাফোসা বলেন, মনে হচ্ছে কেউ আমার আইপ্যাডের নেশা ছাড়ানোর মতলব করেছে। কেউ আমার আইপ্যাড চুরি করেছে। কিন্তু আমি আমার অ্যাইপ্যাড ফেরত চাই।
তবে অবশ্য তার আইপ্যাডটি উদ্ধার করা হয়। তবে এরই মধ্যে রামাফোসার ওই ভিডিও ভাইরাল হয়ে যায়। আর সেই সাথে আইপ্যাডও টুইটার ট্রেন্ডের উপরের দিকে চলে যায়।
এদিকে, অ্যাইপ্যাড হারিয়ে রামাফোসার আচরণে সামাজিক মাধ্যমে হাসির রোল উঠেছে। কেউ কেউ মন্তব্য করেছেন, প্রেসিডেন্ট রামাফোসা প্রেজেন্টেশনের জন্য অ্যাসাইমেন্ট না করা কলেজ ছাত্রের মতো আচরণ করেছেন।