আওয়ামী লীগ মনোনীত হাবিবুর রহমান হাবিবের কত অর্থ-সম্পদ?
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২১, ১১:১৬:১১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: আসন্ন সিলেট-৩ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব।
উপনির্বাচনে অংশ নেওয়ার জন্যে নির্বাচন কমিশনে নিজের প্রয়োজনীয় তথ্যাদি হলফনামা আকারে জমা দেন হাবিব। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে হাবিব ও তার স্ত্রীর কাছে নগদ আড়াই কোটি টাকার বেশি আছে।
হলফনামা দাখিল করেন ১৫ জুন হাবিবুর রহমান। হলফনামার তথ্যে জানিয়েছেন, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই, আগেও ছিল না। হলফনামায় তিনি পেশা দেখিয়েছেন ব্যবসা এবং তিনি নিজেকে প্রবাসী পল্লী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বলেও উল্লেখ করেছেন। পেশা ব্যবসা থেকে আয় উল্লেখ করেননি তিনি হলফনামায়। স্নাতক পাস এই রাজনীতিবিদের কাছে নগদ টাকা আছে ৮৭ লাখ ৫২ হাজার। তার স্ত্রীর কাছে নগদ আছে ১ কোটি ৭৯ লাখ ৫৮ হাজার ৭৩০ টাকা। সবমিলিয়ে তাদের কাছে নগদ টাকার পরিমাণ ২ কোটি ৬৭ লাখ ১০ হাজার ৭৩৫। ব্যাংকে হাবিবুর রহমানের ৫২ হাজার ২৪৪ টাকা ও তার স্ত্রীর ৯ হাজার ৪৪৮ টাকা জমা আছে। শেয়ারবাজারে আছে ৩৫০০ শেয়ার, যেগুলোর মূল্য ৭ লাখ ১০ হাজার টাকা। কৃষিখাত থেকে কোনো আয় নেই হাবিবুর রহমানের। তবে এ খাত থেকে তার স্ত্রীর বছরে ১ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা আয় হয়। হাবিবের নামে ৫ লাখ ৩৯ হাজার ৩৯৮ টাকার অকৃষি জমি আছে জমির পরিমাণ উল্লেখ নেই হলফনামায়।
ঢাকার পূর্বাচলে ৭ কাঠা প্লটের মালিক আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব। প্লটটির মূল্য ১৮ লাখ ৭৫ হাজার টাকা বলে উল্লেখ করেছেন তিনি। তার কাছে কোনো স্বর্ণ নেই। এমনকি আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রীরও কোনো মূল্য দেখাননি তিনি। ব্যক্তিগত গাড়ি সম্পর্কিত তথ্যও নেই হলফনামায়।
হাবিবের ব্যক্তিগত কোনো ঋণ বা দেনা নেই। তবে প্রবাসী পল্লী গ্রুপের নামে ৯ কোটি ৫৯ লাখ টাকা ঋণ আছে।