হজে ন্যানোটেকনোলজি-যুক্ত অত্যাধুনিক ইহরাম
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২১, ১১:১৮:৪৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: হজ ও ওমরাহর সময় হাজিরা যে দুই টুকরো শাদা কাপড় পরেন সেটি ইহরাম একেবারেই সাধারণ সেলাইবিহীন ওই সুতি কাপড় পরে হজের আনুষ্ঠানিকতা সারেন ধর্মপ্রাণ মুসলিমরা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবার আধুনিক হচ্ছে সেই ইহরাম। ইহরামের কাপড়ের গঠনশৈলীতে আসছে বড় ধরনের পরিবর্তন।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ন্যানোটেকনোলজি-যুক্ত (nanotechnology-equipped) এবং ব্যাকটেরিয়া-প্রতিরোধী বিশেষ কাপড় দিয়ে তৈরি হচ্ছে অত্যাধুনিক ইহরাম।
সৌদি উদ্ভাবক হামাদ আল-ইয়ামি আবিষ্কৃত এবং পাকিস্তানে তৈরি এ ধরনের ইহরাম প্রথম ব্যবহৃত হয়েছে ২০২০ সালে হজের সময়।
জানা যায়, ন্যানোটেকনোলজি-যুক্ত কাপড়টি ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি প্রতিরোধ করতে সক্ষম। এটি শতভাগ তুলার সুতো দিয়ে তৈরি এবং ৯০ বারের বেশি ধোয়া এটি যাবে। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে তৈরি ইহরামে ব্যবহার্য এই কাপড়ের অনুমোদন দিয়েছে সৌদি স্ট্যান্ডার্ডস, মেট্রোলজি অ্যান্ড কোয়ালিটি অর্গানাইজেশন (এসএএসও)।
খালিজ টাইমসের তথ্যমতে, এবারের হজেও অত্যাধুনিক কাপড়ের ইহরাম ব্যবহৃত হবে এবং ২০৩০ সাল থেকে সাধারণ কাপড়ের বদলে বাণিজ্যিকভাবে এর ব্যবহার শুরু হবে বলে জানা গেছে।
করোনাভাইরাস মহামারির কারণে টানা দ্বিতীয় বছর শুধু স্থানীয়দেরই হজ পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব। ১৮ থেকে ৬৫ বছর বয়সীদের মধ্যে যারা টিকা নিয়েছেন এবং যাদের কোনো গুরুতর অসুখ নেই, তারাই এ বছর কেবল তারাই হজের অনুমতি পাবেন। এরপরও সর্বোচ্চ ৬০ হাজার জনকে হজের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।