ইংল্যান্ডে করোনায় আজ মৃত্যু ১৩, আক্রান্ত ৬০৪৮
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২১, ১০:০১:১৯ অপরাহ্ন
অনুপম ডেস্ক: ইংল্যান্ডে করোনায় আজ মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় সরকারি তথ্য অনুযায়ী করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ১৩ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০৪৮ জন।
গত এক সপ্তাহে ইংল্যান্ডে করোনায় মৃত্যু বরণকরেছেন ৭২ জন। এবং আক্রান্ত ৩৮৬৭৯ জন।
এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৮৫৪ জনে। এবং মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ৪৫ লাখ ২২ হাজার ৪৭৬ জন।
গতকাল মৃত্যু করোনায় বরণ করেছেন ১ জন এবং আক্রান্ত ছিল ৫৬৮৩।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৭ লক্ষ ৫১৭ জন।
দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট ২ কোটি ৮২ লক্ষ ২৭ হাজার ৩৬২ জন।
