দেশে আজ করোনায় ২২ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯২
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২১, ৫:২০:১৮ অপরাহ্ন
অনুপম ডেস্ক: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টা দেশে ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৮০ জনে।
বৃহস্পতিবার ২৭ মে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত একদিনে নতুন করে ১২৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সংক্রমণ বেড়ে দাঁড়ালো ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ জনে।
২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯১৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ১২ শতাংশ।
একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ২৯১ জন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৫ হাজার ১৫৭ জন।




