মাঝ আকাশে সৌদি ড্রোন ফাটিয়ে দিল ইয়েমেনি ক্ষেপনাস্ত্র
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২১, ৬:০৩:২৬ অপরাহ্ন
অনুপম ডেস্ক : ইয়েমেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় মাঝ আকাশে বিধ্বস্ত হয়েছে সৌদি আরবের আরো একটি ড্রোন। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে ড্রোনটি ভূপাতিত হয় বলে জানা গেছে। খবর পার্সটুডের।
এ খবর নিশ্চিত করেছেন ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি।
তিনি জানান, তার দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনী চীনে তৈরি সিএইচ-৪ (উপরে ছবি) মডেলের সৌদি ড্রোনটি ভূপাতিত করার জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।
জানা গেছে, হামলা চালানো ক্ষেপণাস্ত্রটি সিএইচ-৪ মডেলের। এই ড্রোন ৩০ থেকে ৪০ ঘণ্টা একটানা উড়তে পারে এবং সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে। এ ড্রোন ছয়টি ক্ষেপণাস্ত্র এবং আড়াইশ থেকে সাড়ে তিনশ কেজি বিস্ফোরক বহন সম্ভব।




