সৌদির নতুন বিধিনিষেধে কয়েক হাজার প্রবাসী দুর্ভোগে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২১, ১১:৩৬:১৩ অপরাহ্ন
অনুপম ডেস্ক : সৌদি আরব সরকারের নতুন বিধিনিষেধের কারণে দুর্ভোগের মধ্যে পড়েছেন দেশে আটকে পড়া কয়েক হাজার বাংলাদেশি প্রবাসী। নতুন নিয়ম অনুযায়ী, সৌদি আরবে প্রবেশের পর বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে এবং সৌদি আরবগামী সবার বাধ্যতামূলক মেডিকেল ইনস্যুরেন্স থাকতে হবে, যেন করোনা আক্রান্ত হলে চিকিৎসা খরচ বীমার আওতায় বহন করা যায়।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিয়ম লঙ্ঘনকারীদের সৌদি থেকে বহিষ্কার করা হবে এবং উপসাগরীয় দেশগুলোতে অনির্দিষ্টকালের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হবে।
আজ শনিবার নগরীর কাওরানবাজারে সৌদিয়া এয়ারলাইনসের অফিসে আসা সৌদি প্রবাসী কর্মীরা জানান, নতুন শর্ত মানতে হলে তাদের প্রায় ৬৫ থেকে ৭০ হাজার টাকা খরচ করতে হবে।
গত ২০ মে থেকে কার্যকর হওয়া নতুন ভ্রমণ বিধিনিষেধের পরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সৌদি আরবগামী সব আন্তর্জাতিক ফ্লাইট ২৪ মে পর্যন্ত পাঁচ দিনের জন্য স্থগিত করতে বাধ্য হয়। বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নতুন ভ্রমণ নিয়ম মেনে যাতায়াত ব্যবস্থা শুরু করতে সময় দরকার।
বিমানের ফ্লাইট স্থগিতের কারণে সৌদি আরব যেতে ব্যর্থ কয়েক হাজার প্রবাসী শ্রমিক ঠিক সময়ে সৌদি আরবে কর্মস্থলে ফিরে যেতে না পারার আতঙ্কে আছেন। এ সময়ের মধ্যে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা) ও অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সূত্র জানায়, বিমানের ফ্লাইট স্থগিত হওয়ার কারণে কয়েক হাজার বাংলাদেশি কর্মী সৌদি আরবে সময়মতো তাদের কর্মস্থলে ফিরতে পারবে কিনা এ নিয়ে অনিশ্চয়তা আছে।


