করোনায় প্রয়াত সদস্যদের স্মরণে বাংলাদেশ সোসাইটি ইনকের দোয়া অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২১, ৩:৫৭:১১ অপরাহ্ন
কানাডা প্রতিনিধি: করোনায় মৃত্যুবরণকারী আমেরিকার বাংলাদেশ সোসাইটি ইনকের সভাপতি কামাল আহমেদ, সহসভাপতি আবুল খালেক ও কার্যকরী কমিটির সদস্য বাকির আজাদ সহ সকল প্রয়াত কর্মকর্তাদের স্মরণে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭ মে বাংলাদেশ সোসাইটি ইনকের উদ্দ্যেগে উডসাইডের একটি পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন কর হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মাওলানা মির্জা জাফর বেগ। এ ছাড়া অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন খতম ও কোরআন তিলাওয়াত করা হয়। এই পর্ব পরিচালনা করেন আইটিভির পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ। এতে নতুন প্রজন্মের আফিয়া হোসেন, সোহা ওসমান, মেহরান খান, হাসান মিয়া, আবদুল মোহাইমিন, মোহাম্মদ সালেহ সারিম, মেহেদী হাসান ও সাফওয়ান বিন করীম অংশ নেয়।
অনুষ্ঠানে সোসাইটির প্রয়াত কর্মকর্তাদের মধ্যে কাজী জাকারিয়া, মোহাম্মদ এনামুল মালিক, এনামুল আজিম, আবদুর রউফ, নিয়ামুল করিম, মিনহাজ উদ্দিন, হারুনুর রশিদ ও রশিদ আহমেদকে স্মরণ করে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে সোসাইটির সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আজহারুল হকসহ যারা অসুস্থ আছেন, তাঁদের সবার সুস্থতার জন্য দোয়া করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী নতুন প্রজন্মের মাঝে সোসাইটির পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহীম হাওলাদার ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী তাঁদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
দোয়া মাহফিলে সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক ওয়াজেদ এ খান, সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক রতন তালুকদার, দেশবাংলা ও বাংলা টাইমসের সম্পাদক চৌধুরী সারোয়ারুল হাসান, বর্ণমালা ডটকমের সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক দেশ’র প্রকাশক মঞ্জুর হোসেন ও সম্পাদক মিজানুর রহমান, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি শামীম আহমেদ, জনপ্রিয় সংগীত শিল্পী বেবী নাজনীন উপস্থিত ছিলেন। সোসাইটির কার্যকরী পরিষদের কর্মকর্তা ছৈয়দ এম কে জামান, মোহাম্মদ আলী, আবুল কালাম, মনিকা রায়, নাদের আইউব, নাছির উদ্দিন, আহসান হাবিব, কাশেম চৌধুরী, মাইনউদ্দিন মাহবুব, ফারহানা চৌধুরী, সাদি মিন্টু ও সারোয়ার খান উপস্থিত ছিলেন।
ট্রাস্টি বোর্ডের সদস্যদের মধ্যে মফিজুর রহমান, ওয়াসী চৌধুরী, আজিমুর রহমান, এমদাদুল হক, সোহরাব সরকার, আবদুল হাসিমসহ প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ, নির্বাচন কমিশনের সদস্য এবং সাবেক সভাপতি আজমল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, ফজলে রাব্বি ও জয়নাল আবেদীন, সাবেক সহসভাপতি ফারুক হোসেন মজুমদারসহ সাবেক কর্মকর্তাদের মধ্যে বাবুল চৌধুরী, জামান তপন, সৈয়দ এনায়েত আলী, খান শওকত প্রমুখ উপস্থিত ছিলেন।