সিলেটে বাস—কার সংঘর্ষে মা ছেলে নিহত, আহত ১০
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২১, ৯:৩৩:৪৪ অপরাহ্ন
অনুপম ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বাস-কার মুখোমুখি সংঘর্ষে এক মা ও তার ২ বছরের একটি শিশু সন্তান নিহত হয়েছেন। রোববার দুপুর ১টার দিকে লালা বাজার রশিদপুর এর মধ্যখানে বেতসুন্দি গ্রামের আলী ফিলিং ষ্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত মহিলা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার শ্রী কৃষ্ণ গ্রামের গোপেশ রায়ের স্ত্রী বিউটি রায় (৪০) ও ছেলে গৌরব রায় (২)। নিহত দুজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরের দিকে লালা বাজার রশিদপুর এর মধ্যখানে আলী ফিলিং ষ্টেশনের সামনে একটি বাস ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় বিউটি রায়। তার ছেলের গৌরব রায়ের অবস্থা খারাপ থাকায় হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়। এ ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তবে, তাৎক্ষনিক আহত কারো নাম বা পরিচয় জানা যায়নি।
এ দূর্ঘটনার দু’জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম। পরিবারের লোকজন এলে লাশ তাদের কাছে পৌছানো হবে এবং দুটি গাড়ি জব্দ করা হয়েছে। তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।