কাবুলে জুমার নামাজে বোমা হামলা, ইমামসহ ১২ মুসল্লির মৃত্যু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২১, ১১:৩১:৩১ অপরাহ্ন
অনুপম ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের শাকার দারাহ জেলার একটি মসজিদের ভেতর বোমা বিস্ফোরণে ইমাম সহ অন্তত ১২ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন।
শুক্রবার ১৪ মে জুমার নামাজের সময় এ বোমা বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। কোনো গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি।
বৃহস্পতিবার থেকে আফগান সরকার ও তালেবানের মধ্যে অস্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ২৪ ঘন্টা না পেরুতেই মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটলো।
তালেবান ও আফগান সরকারের মধ্য যুদ্ধবিরতি চলার সময় বেশ কয়েকটি জায়গায় বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এগুলোর মধ্যে মসজিদে বোমা হামলার ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে।
দুই পক্ষই সম্মতি জানিয়েছিল যে ঈদ উপলক্ষে তিন দিন তারা যুদ্ধবিরতি পালন করবে। প্রায় দুই দশকের লড়াইতে এ ধরনের যুদ্ধবিরতি হয়েছে মাত্র চারবার।
গত ১ মে থেকে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে থাকা আড়াইশ বাহিনী প্রত্যাহার শুরু করার পর থেকেই দেশটিতে সহিংসতার ঘটনা আরও বেড়ে গেছে। সূত্র : আল জাজিরা




