আজ আল মানাযিল ফাউন্ডেশন এর ঈদ উপহার বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২১, ৭:৩৯:৩৯ অপরাহ্ন
অনুপম ডেস্ক : আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে এ স্লোগান নিয়ে আজ বুধবার আল মানাযিল ফাউন্ডেশন এর ঈদ উপহার বিতরণ করা হয়।
এতে উপস্হিত ছিলেন জহরুল আলম জসিম চট্রগ্রাম সিটি ৯ নং ওয়ার্ড কমিশনার এবং আল মানাযিল ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান লায়ন আরজু খান, উপদেষ্টা মাওলানা শামীমুর রহমান, মেজবাহ উদ্দীন, কাওসার প্রমুখ।
উল্লেখ্য, আল মানাযিল ফাউন্ডেশন রমজান মাসব্যাপি চট্রগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে পথচারী রোযাদারের মাঝে ইফতারী বিতরণ করেছেন এবং বিভিন্ন অবহেলিত মাদরাসা ও ইয়াতিম খানায় ইফতারী দিয়েছেন। আল মানাযিল চেয়ারম্যান মাওলানা আরাফাত হোসাইন আরেফী বলেছেন, সমাজের সর্বস্তরের উচিত মানব কল্যাণে এগিয়ে আসা।