সুপাতলা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে-র ঈদ উপহার বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২১, ১১:৫৩:৫৫ অপরাহ্ন
অনুপম ডেস্ক : মানবতার ডাকে সাড়া দিয়ে যুক্তরাজ্যের লন্ডন শহর থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিয়ানীবাজার উপজেলার সুপাতলা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে। ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম পরিবারের মধ্যে প্রতিবছরের ন্যায় এবারও প্রায় দেড় শতাধিক অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রি বিবতরণ করা হয়।
গত ৯ মে সোমবার সারাদিন এই ঈদ সামগ্রি প্রত্যেকের ঘরে ঘরে বিতরণ করেন গ্রামের মুরব্বিগণ ও তরুণেরা। সরকারের সামাজিক দূরত্বের নির্দেশনা বজায় রাখতে সকলকে একত্রে জড়ো না করে বাড়ীতে বাড়ীতে পৌঁছে দেয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ঈদ সামগ্রি বিতরণে গ্রামের যে সকল মুরব্বি, তরুণ সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সুপাতলা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের সভাপতি আব্দুল মতিন খান কবির, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দেলু, ট্রেজারার আব্দুর রবসহ সংগঠনের নেতৃবৃন্দ।