মাছ ধরা নিয়ে জার্সিতে: বৃটেনের যুদ্ধজাহাজ দেখে ফ্রান্স সরে যায়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২১, ২:৪৯:৪৪ অপরাহ্ন
অনুপম ইউকে ডেস্কঃ মাছ ধরার বিরোধ নিয়ে বৃটেন যুদ্ধজাহাজ মোতায়েন করায় ফ্রান্সের মাছ ধরার নৌকাগুলো জার্সি দ্বীপের নিকটবর্তী জলসীমা থেকে পিছু হটে। যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে শুরু হওয়া মাছ ধরা বিতর্ক আপাতত শান্ত হয়েছে। বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট করেছেন “situation is resolved for now”। তিনি ফ্রান্সকে ধন্যবাদ জানান গানবোট ও জেলেদের সরিয়ে নেয়ার জন্য।
ফ্রান্সের উত্তরপশ্চিম উপকূলের ১৪ মাইল দূরে জার্সি দ্বীপটির অবস্থান। যুক্তরাজ্যের অধীনে স্বায়ত্তশাসিত এই অঞ্চলের রয়েছে নিজস্ব আইনসভা ও বিচার বিভাগ। তবে নিরাপত্তার দায়িত্বে রয়েছে যুক্তরাজ্য।
সম্প্রতি ওই এলাকায় সেনা নৌ বাহিনীর জাহাজ পাঠায় যুক্তরাজ্য। এরপরই সেখানে নৌ বাহিনীর যান পাঠায় ফ্রান্স। দুই দেশের মধ্যে সৃষ্টি হওয়া এই উত্তেজনা ব্রেক্সিট-পরবর্তী খারাপের দিকে যাওয়ার আগেই ফ্রান্স সরে যায়।
সিএনবিসি জানায়, কয়েক দশক ধরে দীর্ঘমেয়াদী চুক্তির অধীনে ফরাসি জেলেরা জার্সির জলসীমায় মাছ ধরে আসছে। তবে বেক্সিটের পর সম্প্রতি সেখানে মাছ ধরার পরিমাণ বেঁধে দিয়ে তার জলসীমায় ফ্রান্সের জেলেদের মাছ ধরার নতুন শর্ত কার্যকর করে। এ নিয়ে দ্বন্দ্ব চরমে পৌঁছায়। ফ্রান্সের পক্ষ থেকে জার্সি দ্বীপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে দুটি ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ মোতায়েন করা হয়।