একটি ক্লাসিক কবিতার বই পরিচিতি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪৯:৩৪ অপরাহ্ন
বই পরিচয়
অনুপম সাহিত্য ডেস্ক: একটি ক্লাসিক কবিতার বই, একটি উঁচু স্তরের ভালবাসার বই, যেখানে শব্দেরা, পংক্তিরা মগ্ন করে পাঠককে নিয়ে যায় দেখতে ‘উৎসবের মধূ-কূট দ্বন্দের রঙ’। নতুন এক ভাষাশৈলীতে দেখায় ‘তুমি পাশে থাকলেই/আলােড়িত হয় রােদ জল আকাশ বাতাস, /গাছ পাথর বিল নদী সমুদ্র পাহাড়ও…’
‘স্ফটিকচূড়ার নিচে’ শীর্ষক কবিতার তৃতীয় ক্রম:
*
তুমি যার পাশে এসে বসাে, ধীরে বয়ে যাও,
তার নাম প্রাণশিরা, তারই পাশ দিয়ে
বয়ে চলে গেছে মহাভারতের সবকটি নদী।
তুমি যার নামে পালা বাঁধো,
কথা বলাে,
ভাটিয়ালি গাও, তারই নামে শত নক্ষত্রের নাম।
বিলের নাম। হাওরের নাম। নদীর নাম।
রাত্রির নাম। দিবসের নাম।
তুমি ঘুরেফিরে যে-গাথার কথা বলাে, তার নাম রামায়ণ।
তার নাম ভালােবাসা। আবার তারই নাম হিংসা।
তুমি যে-হাওরের কথা ভাবাে,
ধান ও গানের কথা ভাবাে,
বানভীত মানুষের কথা ভাবাে, বেদনার কথা ভাবাে,
কান্না ও দ্রোহের কথা ভাবাে,
শুধু তুমি কথা বললেই বেজে উঠবে ইসরাফিলের শিঙাটি। যেমন তুমি পাশে থাকলেই
আলােড়িত হয় রােদ জল আকাশ বাতাস,
গাছ পাথর বিল নদী সমুদ্র পাহাড়ও…
*
প্রকাশক: কবিতাভবন
পরিবেশক: বাতিঘর