তাহমিন আহমদকে অনুপমনিউজ২৪-র সম্পাদকের শুভেচ্ছা ও অভিনন্দন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২১, ১২:৫৪:৪০ অপরাহ্ন
অনুপম ডেস্ক: দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ সভাপতি তাহমিন আহমদ এফবিসিসিআই এর পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি সিলেট হোটেল এন্ড গেস্ট হাউস ওনার্স গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নির্ভানা ইন এর ম্যানেজিং ডাইরেক্টরের দায়িত্বও পালন করছেন।
ব্যবসায়ী তাহমিন আহমদ দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ মেয়াদের জন্য পরিচালক নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অনুপমনিউজ২৪-র সম্পাদক ও প্রকাশক মুহিব উদ্দিন চৌধুরী। এক শুভেচ্ছা বার্তায় তিনি তাহমিন আহমদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। এবং আশা করছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক হিসেবে তাহমিন আহমদ সিলেট সহ বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।