কোনো নির্বাচনের পরিকল্পনা নেই আপাতত নির্বাচন কমিশনের
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২১, ১০:৪০:৩০ অপরাহ্ন
অনুপম ডেস্ক: দেশের করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাওয়ার প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই নির্বাচন কমিশনের (ইসি)। পরিস্থিতি উন্নতি হলে নির্বাচনের দিকে যাবে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা দৈনিক ইত্তেফাককে বলেছেন, পরিস্থিতির উন্নতি হলে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তাছাড়া ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় সংসদের চারটি নির্বাচন ছাড়া যে নির্বাচনগুলো আছে সবগুলোই স্থানীয় সরকারের। তাই সরকারের সিদ্ধান্ত দেখেই ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা নির্বাচনে সিদ্ধান্ত নেওয়া হবে। ইতোমধ্যে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় দৈব-দুর্বিপাকজনিত কারণে ভোট পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। একইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সে অনুযায়ী ব্যবস্থাও নিতে বলেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্বরতদের দায়িত্ব পালন করার জন্য সুযোগ দিয়েছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক