সিলেটে যুবলীগ অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২১, ১:০৬:৪২ অপরাহ্ন
অনুপম ডেস্ক: সিলেটে যারা পাকা ধান ঘরে তুলতে পারছেন না তাদের পাশে দাঁড়িয়েছে সিলেট জেলা যুবলীগ। গতকাল শনিবার সকালে সিলেটের জালালাবাদ থানার কারইল বিল এলাকার কৃষক জাহেদ আহমদের দুই বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে তারা। এতে যুবলীগের প্রায় ৪০-৪৫ জন নেতাকর্মী অংশ নেন।
জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে সারা দেশের কৃষকের পাশে দাঁড়ানোর জন্য সকল সহযোগী সংগঠনকে আহবান জানিয়েছেন। সেই আহবানে আমাদের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমরা জেলা যুবলীগের নেতা-কর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি।
তিনি বলেন, আমরা কৃষক জাহেদ আহমদের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছি। এতে তার মুখে স্বস্তির হাসি দেখে সত্যিই আমাদের ভালো লেগেছে।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ বলেন, আমরা নেতাকর্মীদের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে তথ্য নিচ্ছি। যেখানেই কোন কৃষক সমস্যায় পড়বেন সেখানেই আমরা জেলা যুবলীগের নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়াবো।
কৃষক জাহেদ আহমদ বলেন, দুঃসময়ে যুবলীগের নেতাকর্মীরা আমার পাশে এসে দাঁড়িয়েছেন। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের এ অবদান সবসময় মনে থাকবে।