লকডাউন: সিলেটে কঠোর পুলিশ, এক সপ্তাহে ৩ শ মামলা, দেড় লক্ষাধিক টাকা জরিমানা, তবু ভয়ে ভয়ে সিএনজি..
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২১, ১১:৫০:০৪ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: ঢাকা চট্টগ্রাম মহানগরের তুলনায় সিলেটে কঠোর লকডাউন চলাকালে পুলিশ বেশ তৎপর দেখা গেছে। সিলেটের বিভিন্ন উপজেলার প্রধান সড়কের চেকপোস্টগুলোতে দায়িত্বরত পুলিশও কঠোর অবস্থানে।
আইন অমান্য করায় সাড়ে তিনশ মামলা ও দেড় লক্ষাধিক টাকা জরিমানা করেছে পুলিশ এক সপ্তাহে। গত এক সপ্তাহে সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানা এলাকায় এই মামলা দায়ের করা হয়।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা জানায়, গত ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত লকডাউন চলাকালে আইন অমান্য করায় মহানগর ট্রাফিক ও থানা পুলিশের যৌথ অভিযানে ৩৫০টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে ৪২০টি গাড়ি রেকারিং করা হয়েছে। এসব অভিযানে ১ লাখ ৫৯ হাজার ৬০০ টাকা জরিমানাও আদায় করা হয়েছে।
মহানগর পুলিশের গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল থেকে সারাদেশের ন্যায় সিলেটেও শুরু হয় লকডাউন। প্রথমদিকের লকডাউন তেমন কঠোরভাবে বাস্তবায়ন না হলেও চলতি লকডাউন বাস্থবায়ন হচ্ছে শক্তভাবে। এক্ষেত্রে সিলেট মেট্রোপলিটন পুলিশ পালন করছে সরব ভূমিকা। পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতও আইন অমান্যকারীদের বিরুদ্ধে দিচ্ছে মামলা।
তাদের উদ্যোগে গত এক সপ্তাহে শুধুমাত্র কোতোয়ালী মডেল থানা এলাকায় ১৮৭ জনের বিরুদ্ধে মামলা করে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দক্ষিণ সুরমা থানা এলাকায় ১১টি মামলায় ৮হাজার টাকা, শাহপরাণ থানা এলাকায় ২৬শ টাকা, মোগলাবাজার থানায় ৩ জনকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানাসহ ২০ গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়েছে। পাশাপাশি ৬টি গাড়ি রেকারিং করা হয়েছে। সবমিলিয়ে এক সপ্তাহে ৩৫০টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের ও ৪২০টি গাড়ি রেকারিং করেছে পুলিশ।
সিলেট—মৌলভীবাজার সড়কের পালবাড়ি চেকপোস্টের (ফেঞ্চুগঞ্জ থানা) কাছে একজন সিএনজি ড্রাইভার অনুপমনিউজ২৪-কে জানান, ‘ভয়ে ভয়ে চারদিকে নজর রাইখা চালাইতেছি ভাই, উপায় তো নাই, খাইতে হইবে তো, পুলিশ খুব কড়া, নিয়ে গেলেই থানা থিকা ফিস দিয়া আনতে হবে, মামলা দেন, এখন জরিমানা মানে মড়ার উপর খাড়ার ঘা’। দায়িত্বে থাকা পুলিশ বললেন, ‘আমরা তো দায়িত্ব পালন করছি’।