লকডাউন ষষ্ট দিন: সিলেটে পুলিশ কঠোর, রাস্তায় বাঁশ, ঢাকায় বাজারে সাংঘাতিক ভিড়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২১, ৬:০৮:৪৯ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: করোনা সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের ষষ্ট দিনে আরও কঠোর হয়েছে সিলেট মহানগর পুলিশ। মহানগরের ২০টি পয়েন্টে সড়কে বাঁশ বেঁধে দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে।
বন্দরবাজারের সিটিপয়েন্ট, কোর্ট পয়েন্টে তিনমুখী সড়কে বাঁশ দিয়েছে পুলিশ। এ সময় ট্রাফিক পুলিশের সদস্যরা শহরগামী গাড়ি ও যাত্রীদের মুভমেন্ট পাস দেখে দেখে যাতায়াতের সুযোগ করে দিতে দেখা গেছে।
একই চিত্র লামাবাজার, ক্বীনবিজ্র, হুমায়ুন চত্বর, রোজভিউ-উপশহর পয়েন্ট, শিবগঞ্জ, টিলাগড়, চৌহাট্টা, আম্বরখানাসহ বিভিন্ন পয়েন্টে লক্ষ্য করা যায়। সিলেট-সুনামঞ্জ সড়কের নগরের হাউজিং আম্বরখানা এলাকায় দর্শনদেউড়ি স্কুলের সামনে সড়কের বড় অংশতেই বাঁশ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।
মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, যেহেতু গাড়ি চলাচল বেড়ে গেছে তাই শতভাগ লকডাউন কার্যকর করতে তাদের এমন উদ্যোগ।
তবে ষষ্ট দিনে ঢাকায় মানুষের ভিড় বেড়েছে রাস্তায় ও বাজারে। ইটিভি লাইভ দেখিয়েছে, মিরপুর কাঁচাবাজারের ভিড় দেখে বুঝবার উপায় নাই যে দেশে কঠোর লকডাউন চলছে।