মসজিদে তারাবির নামাজের সময় গুলি করে ৮ জনকে হত্যা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২১, ৯:৪২:৩০ অপরাহ্ন
অনুপম ডেস্ক: আফগানিস্তানে পবিত্র রমজান মাসে তারাবির নামাজ পড়ার সময় মসজিদে গুলি করে এক পরিবারের আট ব্যক্তিকে হত্যা করেছে বন্দুকধারীরা। গতকাল শনিবার দেশটির পূর্ব নানঘর প্রদেশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আফগানিস্তানে জালালাবাদের ওই এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদের হত্যা করা হয়। আটজনের মধ্যে পাঁচজন এক মায়ের সন্তান, বাকি তিনজন তাদের চাচাতো ভাই।
আফগান পুলিশ সূত্র জানিয়েছে, তারাবির নামাজের সময় মসজিদে ঢুকে গুলি চালানো হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে বোঝা যাচ্ছে এটি টার্গেটেড হামলা। এর আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।
খবর আল-জাজিরার।