শাহ শামীম আহমেদ এর চারটি কবিতা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২১, ৯:৫৯:৫০ অপরাহ্ন
শাহ শামীম আহমেদ এর চারটি কবিতা
স্বর্গ থেকে শব্দ আসে
উদাসী দুপুরচলে যায় যাবেই তো, চলমান রোদ কি থমকে দাঁড়ায়?
হাওয়ার গতি বড়ই দ্রুত,
হিমেল পড়শ ছুঁয়ে ভালোবাসা জানায়।
পায়রা’রা ঠোঁট ঘষে ঠোঁটে-
কবিতার মতো তোমার অমলিন মুখখানি,
স্মৃতির কপাট খুলে উঁকি দেয় বুকে।
স্মৃতির মিনার যেন- এই সবুজ বাড়ির সীমানা ঘিরে শব্দের সুষমা আসে, আলো আর আঁধার খেলে যায় বুকের গহীনে।
স্বর্গ থেকে শব্দ আসে তোমার স্তুতিতে প্রিয়া।
বয়ঃসন্ধি
বালা প্রখরাবতী
সৌর্য পেলো দীর্ঘ চুম্বনে
মৃত নদী রজঃস্বলা ভয়, বিমুগ্ধ বাসনা পরাবাস্তব ঘুম
গেলমান নাক্ষত্রিক স্তনে ব্লাকহোলে মোমাদর
ঘুমরাত… লাল খুনে ভাসলো চাদর।
শিল্পের অনল
লজ্জার বৃষ্টিতে ভিজে গেল নারী,
দৃষ্টিতে ছেয়ে গেল কামনার জল, জল ও আগুন মিলে এ কেমন বাড়ালো অনল! অলৌকিক বৃষ্টির দাঁত বসিয়েছে- টিনএজ তরুণীর কাঁচা-পাকা স্তনের বিবরে, চুম্বনের মায়াবী মুগ্ধতায় করেছে শীতল।
বৃষ্টির জল, যে জলে ভিজে গেছে সুপক্ক ফলের মতো আসল অঞ্চল. যে জলে জ্বলে ওঠে শিল্পের অনল।
রণপা নাচের মতো
রণপা নাচের মতো তুমি হাঁটো,
আমি তো ছুঁতেই পারি না।
গোলপের গন্ধ শুধু ভুল মনে হয়, মনে হয় তোমার নিঃশ্বাসের গন্ধ নিসর্গের কোন এক অপরূপ অন্ধকারে যা বিনিময় করেছিলে ;
এখন কি-না তুমি তা অবলীলায় ভুলে গেছো।
চুমোর চাবুক মেরে ক্ষত করে দিয়েছে যে হৃদয় সে পথ্যের খোঁজ ; পৃথিবীতে তুমি ছাড়া ঈশ্বর ও জানে না।
বোধির বয়ঃক্রমে- শরীর মন্থর করে,
তুমি আমি বানাতে পারি
সভ্যতার সুখের অষুধ!
অথচ রণপা নাচের মতো তুমি হাঁটো
আমি তো ছুঁতেই পারি না।