৮ এপ্রিল সিলেট—লন্ডন রুটে বিমানের অতিরিক্ত ফ্লাইট
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২১, ১:১২:৪৩ অপরাহ্ন
অনুপম ডেস্ক: আগামী ৯ এপ্রিল থেকে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশকে লাল তালিকাভুক্ত করে এসব দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা জারির ফলে সিলেটে আসা যুক্তরাজ্য প্রবাসী ও পর্যটক এবং যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা যাতে সমস্যায় না পড়েন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে সিলেট-লন্ডন রুটে ৯ এপ্রিলের আগে অতিরিক্ত ৩টি ফ্লাইট পরিচালনার দাবি জানিয়েছে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।
জানা যায়, বিষয়টি নিয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, আটাব নেতৃবৃন্দসহ সিলেটের বিশিষ্টজন এবং যুক্তরাজ্যে থেকে কমিউনিটি নেতারা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি’র সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চাইলে তিনি বিমানকে ৩টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সুপারিশ করেন।
তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮ এপ্রিল অতিরিক্ত একটি ফ্লাইট পরিচালনা করতে পারে বলে খবরে প্রকাশ।