মালয়েশিয়ার মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ ওস্তাদ ইবিট লিও
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২১, ১০:৩৮:৩৮ অপরাহ্ন
মালয়েশিয়া থেকে আহমাদুল কবির: মালয়েশিয়ার সাধারন মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ ওস্তাদ ইবিট লিও। ইবিট লিও ইতিমধ্যে নিজেকে জনগণের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন নিজ কর্মগুণে। বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে ছুটে যাচ্ছেন সাধারন মানুষের কাছে ।
সুদর্শন সুন্নাতি দাঁড়ি ও ক্যাপ এবং কুর্তা পোশাকে জনপ্রিয় এই ওস্তাজ ইবিট লিও তার পারিবারিক অনুপ্রেরণায় মানব কল্যাণ ও ইসলামি দাওয়াতের কাজে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’- এই বিখ্যাত উক্তিটি যেন মিলে যায় ওস্তাজ ইবিট লিও’র সাথে। একজন সমাজসেবক ও ধর্ম প্রচারক সৎ, ন্যায়-নীতিবান, উদার সমাজ সংস্কারক মালয়েশিয়ায় সর্বোপরিচিত। দেশটির সুশীল সমাজ, তরুন-নবীন, যুব-প্রবীণ সমাজে রয়েছে তার যথেষ্ট সুনাম।
চলমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সমস্যা মোকাবিলায় হতদরিদ্র অসহায় মানুষের পাশে থেকে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মানবতার ফেরিওয়ালা (ওস্তাজ ইবিট লিও)। দীর্ঘদিন ধরে সামাজিক অবক্ষয় রোধ ও সমাজসেবায় তৎপর রয়েছেন তিনি।
ইবিট লিও একজন মালয়েশিয়ান চাইনিজ মুসলিম। যিনি মালয়েশিয়ার ইসলামী উদ্দ্যোক্তা এবং ধর্ম প্রচারক হিসেবে সর্ব মহলে এভিট লিও নামে পরিচিত। তার পুরো নাম – ইবিট ইরাওয়ান বিন ইব্রাহিম লিও। ১৯৮৪ সালের ২১ ডিসেম্বর মালয়েশিয়ার পাহাং রাজ্যে তার জন্ম। তার পিতা মুয়াডজম শাহে লিউ ইউ পাউ। ১১ জন ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি দ্বীনকে অনুসরণ করে ১২ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন ।
তিনি স্কুল (সেকোলাহ) কেবাংসান বুকিত রিদান, সেকোলাহ মেননগাহ কেবাংসান মুয়াডজম শাহ, পাহাং সেকোলাহ মেননগাহ টেকনিক জহুর বারু, এবং সেকোলা মেননগাহ কেবাংসান আবদুল রহমান তালিব, পাহাং -এ প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া – থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন।
ইবিট লিও দাতু ডাঃ হাজী মোহাম্মদ ফাদজিল্লাহ কামসাহ এবং অধ্যাপক হানিম তাহিরের পরিচালনায় এক্সেল প্রশিক্ষণের মোটিভেশনাল স্পিকার। তিনি সকলের প্রেরণাদানকারী, ইসলাম আগামা, ইসলাম ইতু ইন্দাহ, উসরাহ নূরানী, এবং আইকেআইএম এবং সিনার রেডিও”র নিয়মিত বক্তা।
ইবিট লিও ২০১৫ সালে ” মওলিদুর রসুল ” জাতীয় পুরস্কার এবং ২০২০ সালের ১৫ আগষ্ট জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্টানে সমাজ বিনির্মানে এবং মহামারি কোভিড-১৯ সময়ে মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় জাতীয় যুব দিবসের বিশেষ সম্মানে ভূষিত করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন।
এ ছাড়াও মানব কল্যাণে সরকার কর্তৃক বিভিন্ন সময় একাধিক পুরস্কার পেয়েছেন ওস্তাজ ইবিট লিও।