বেশি সংক্রমণ ঝুঁকিতে শ্রীমঙ্গল উপজেলা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২১, ৩:৪৪:৪৮ অপরাহ্ন
অনুপম ডেস্ক: সিলেট বিভাগে করোনাভাইরাসের বেশি সংক্রমণ ঝুঁকিতে রয়েছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা। এ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, উপজেলা পর্যায়ে উচ্চ সংক্রমণ ঝুঁকিতে শ্রীমঙ্গল উপজেলা এক নাম্বারে রয়েছে আর দেশের জেলাওয়ারি হিসাবে মৌলভীবাজার জেলা শীর্ষে রয়েছে।
তিনি বলেন, গত ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত শ্রীমঙ্গলে ৪৯ জনের নমূনা সংগ্রহ করা হয়েছিল এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ১০ জনের। বৃহস্পতিবার মৌলভীবাজার জেলায় ৮১ জনের নমূনা সংগ্রহ করা হলে ১৫ জনের শরীরে করোনা রিপোর্ট পজেটিভ আসে। এর মধ্যে শ্রীমঙ্গলে একজন রয়েছেন। আর সর্বমোট এপর্যন্ত উপজেলায় ২৬৪ জনের শরীরে করোনা পজেটিভ সনাক্ত করা হয়েছে।
মৌলভীবাজার সিভিল সার্জন চৌধুরী ডা. মো. জালাল উদ্দিন মুর্শেদ জানান, করোনা মোকাবেলায় মৌলভীবাজার জেলা প্রশাসন, ৭টি উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, ৭টি থানা পুলিশ, সিভিল সার্জন অফিস ও স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন দফতর বিনামূল্যে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখছে।