আগামীকাল আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: উপহার স্বরূপ আসছে ১২ লাখ ডোজ ভ্যাকসিন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২১, ৬:৪৭:৫৭ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার দুদিনের বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপহার স্বরূপ নিয়ে আসছেন আরও ১২ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন।
বৃহস্পতিবার ২৫ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম গণমাধ্যমকে এই তথ্য দেন। তিনি বলেন, সরকারিভাবে করোনার টিকার এই ১২ লাখ ডোজ সম্পর্কে আমাদের জানানো হয়েছে। ভারত সরকার এর আগেও ২০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার হিসেবে দিয়েছিল বাংলাদেশকে।
সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে তিন কোটি ডোজ করোনার টিকা কিনতে গত বছর নভেম্বরে যে চুক্তি হয়েছিল, তার মধ্যে দুই চালানে ৭০ লাখ ডোজ ইতোমধ্যে বাংলাদেশ হাতে পেয়েছে।