অ্যাস্ট্রাজেনেকার টিকা নিরাপদ ও কার্যকর: বরিস জনসন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২১, ১১:৩২:০৫ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: ইউরোপের বেশ কটি দেশ রক্ত জমাট বাঁধার অভিযোগে অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা ব্যবহার ইতিমধ্যে স্থগিত করেছে। তারই প্রেক্ষিতে কথা বলেছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন।
বরিস ও নিকোলা স্টার্জেন বলেছেন, অ্যাস্ট্রাজেনেকার টিকা নিরাপদ এবং ভাল কাজ করছে। জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক সহ ইউরোপের কিছু দেশ রক্ত জমাট বাঁধার অভিযোগে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ স্থগিত করেছে। বৃটেনে ক্ষমতাসীন কনজার্ভেটিভ দল অভিযোগ করেছে, ব্রেক্সিটের প্রতিশোধ নিতে ব্রাসেলস এমন অভিযোগ উত্থাপন করছে। এ জন্য ইউরোপিয় ইউনিয়ন রাশিয়ায় তৈরি স্পুটনিক-৫ টিকা অনুমোদন দেয়ার জন্য রিভিউ করছে।
এরই মধ্যে এই টিকা নিয়ে ইতালি, স্পেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে চুক্তি হয়েছে বলে ঘোষণা দিয়েছেন রাশিয়ার কর্মকর্তা কিরিল দমিত্রিয়েভ। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী জনসন অ্যাস্ট্রাজেনেকার টিকাকে নিরাপদ এবং কার্যকর হিসেবে ঘোষণা দিয়েছেন।
নিকোলা স্টার্জেন বৃটিশদের এই টিকা নিতে এগিয়ে আসার আহবান জানিয়েছেন । আবনং তিনি বলেছেন, এই টিকা নেয়ার ফলে মৃত্যুহার কমেছে। অসুস্থতা কমেছে। করোনা সংক্রমণ কমেছে।
ইউরোপের কিছু দেশ পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগে অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহার সাময়িক স্থগিত করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অ্যাস্ট্রাজেনেকার নিজেরাই বলছে, এই টিকা নিরাপদ।